1. dainikchatrojanata@gmail.com : দৈনিক ছাত্র জনতা : দৈনিক ছাত্র জনতা
  2. info@www.dainikchatrojanata.online : দৈনিক ছাত্র জনতা :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "ছাত্র জনতা" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
ছাত্রজনতার ওপর হামলার আসামি হারুন প্রকাশ্যে, গ্রেপ্তারের দাবি বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর শেখ রাসেল শিশু পার্কে অনৈতিক কার্যকলাপ ও চাঁদাবাজিতে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শনার্থীরা, উদ্বিগ্ন টুঙ্গিপাড়ার সচেতন মহল কয়রায় ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে আইনজীবীকে হয়রানির অভিযোগ কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন কয়রায় নৌ অ্যাম্বুলেন্সের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি যুগ্ন আহবায়ক শামসুল হক শেখ এর নেতৃত্বে টুংগীপাড়া উপজেলা বিএনপি’র মানবিক কাজ রুপালী লাইফ মধুমতি সার্ভিস সেলের জিএমের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ টুংগীপাড়ায় পারিবারিক কলহের জেরে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট কয়রায় অন্যের জমি হইতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

রুপালী লাইফ মধুমতি সার্ভিস সেলের জিএমের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা টুংগীপাড়া উপজেলায় বীমা গ্রাহকদের পলিসির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রুপালি লাইফ ইন্সুরেন্স মধুমতি সার্ভিস সেলের সিনিয়র জেনারেল ম্যানেজার (জি,এম) সাইদুর রহমানের বিরুদ্ধে।

এ বিষয়ে ভুক্তভোগীরা টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন। পরে ইউএনও মোঃ মঈনুল হকের কাছে গ্রাহকদের টাকা দ্রুত ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরও গ্রাহকদের টাকা ফেরত দিতে নানা রকম তালবাহানা করছে জিএম সাইদুর রহমান।

অভিযোগে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার মিরাজ সেখ, মানিক হাওলাদার, মুর্শিদা বেগম, জাহানারা বেগম, শাহিনুর বেগম, সুমি, মমিনুজ্জামান, আইরিন আক্তার, এবং সাইদুর রহমান শেখ সহ একাধিক গ্রাহকের বিমার টাকা কোম্পানিতে জমা না দিয়ে ও গ্রাহকদের ভূয়া রশিদ দিয়ে নিজেই আত্মসাৎ করেন জিএম সাইদুর রহমান।

উপজেলার গিমাডাঙ্গা গ্রামের বাসিন্দা মিরাজ শেখ জানান, তিনি ২০২৩ সালে বাৎসরিক ৫১,৬৫০ টাকা প্রিমিয়ামে একটি পলিসি গ্রহণ করেন। চার বছরে কেবল একটি রসিদ পেয়েছেন। বাকি তিনটি রসিদ এখনও পাননি। মোট ১ লক্ষ ৫৪ হাজার ৯৫০ টাকার কোনো প্রমাণপত্র বা মোবাইল মেসেজও পাননি। এবিষয়ে অফিসে জানতে গেলে সিনিয়র জেনারেল ম্যানেজারের সাইদুরের পালিত সন্ত্রাসীদের মাধ্যমে আমাকে হয়রানি করে ও বিভিন্ন হুমকি দেয়।

গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা আসলাম খান বলেন, তার বাৎসরিক পলিসির পরিমাণ ৫০,১৫০ টাকা। তিনি একটি প্রিমিয়াম জমা দেয়ার পরও কোনো রসিদ পাননি। তখন অফিসে গেলে প্রতিষ্ঠানটির জিএফ নাজিরুল শেখ মে মাসের ২০ তারিখ পর্যন্ত সময় চেয়েছেন টাকা ফেরতের জন্য।

পেনাখালী গ্রামের মানিক হাওলাদার ও মুর্শিদা বেগম জানান, তারা একজন ৩৬ হাজার ৪১৪ টাকা ও অন্যজন ১২ হাজার ১৫২ টাকার পলিসি গ্রহণ করেছেন। কিন্তু এখনও তাদের কোন রসিদ দেয়া হয়নি।

ঐ কোম্পানির গ্রাহক জাহানারা বেগম, শাহিনুর বেগম, সুমি, মমিনুজ্জামান, আইরিন আক্তার সহ অনেক গ্রাহকেরা জানান, তাদের পলিসির অর্থ জমা দেওয়ার পরও রসিদ পাননি। আর তাদের টাকা মুল অফিসে জমা হয়নি। কারণ সেই টাকা জিএম সাইদুর রহমান আত্মসাৎ করেছে। তাই আমরা টাকা ফেরত পেতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

এবিষয়ে রূপালী লাইফ ইন্সুরেন্স মধুমতি সার্ভিস সেলের সিনিয়র জেনারেল ম্যানেজার সাইদুর রহমান বলেন, গ্রাহকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছিলেন। তখন ইউএনও স্যার আমাকে তার কার্যালয়ে ডেকেছিলেন। আমি স্যারকে কথা দিয়েছি দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিব। এছাড়া অন্যান্য গ্রাহকের টাকা আত্মসাতের বিষয়ে কোন কথা বলতে চাননি।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া বলেন, একাধিক গ্রাহকের পলিসির টাকা জিএম সাইদুর রহমান অফিসে জমা দেননি তার একটা তালিকা আমাদের হাতে এসেছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© দৈনিক ছাত্র জনতা
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট